শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

একুশে পদকপ্রাপ্ত নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন

বিনোদন রিপোর্টার, একুশের কণ্ঠ অনলাইন ডেস্ক:: একুশে পদকপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী মারা গেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

রাত ১০টার দিকে হঠাৎ সালাউদ্দিন জাকীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সৈয়দ সালাউদ্দিনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কানাডা প্রবাসী এই দুই সন্তান দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। সৈয়দ সালাউদ্দিন জাকী একইসঙ্গে নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক ছিলেন। তার প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’। ১৯৮০ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দর্শকপ্রিয় হয়।

এছাড়া চলচ্চিত্র সমালোচকদের কাছেও তা প্রিয় হয়ে ওঠে। ওই সিনেমার জন্য জাকী শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করা সৈয়দ সালাহউদ্দিন জাকী নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com