মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক : অল্প সময়ে হয়ে উঠেছেন সময়ের ব্যস্ততম এবং দর্শকপ্রিয় অভিনেত্রী । অভিনেত্রীর বাইরেও বরাবরই মানবিক পরিচয়ে হাজির হয়েছেন তিনি । এবারও ছাত্র আন্দোলন হোক কিংবা বন্যার্তদের পাশে দাঁড়ানো দুটোতেই সরব সামিরা খান মাহি । কাজ ও দেশের চলমান সার্বিক বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়েছে ।
বন্যা পরিস্থিতিতে সাহায্য নিয়ে দুর্গত এলাকায় গিয়েছিলেন । কেমন ছিল সেখানকার অবস্থা, কোনো অসুবিধা হয়েছিল কি?
ফেনীতে গিয়েছিলাম, সেখান থেকে মঙ্গলবার ঢাকায় ফিরেছি । আমরা যে জায়গাগুলোয় গিয়েছি, সেখানের অবস্থা খুব খারাপ, বেশিরভাগ জায়গায় গলাপানি । আমরা ৬ ঘণ্টা হেঁটেসাঁতরে সেসব ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছি । এলাকাগুলো এক সপ্তাহে ধরেই বিদ্যুৎ বিচ্ছিন্ন । বিশুদ্ধ পানির সংকট । ত্রাণ দেওয়ার সময় দেখলাম একটা বোতলে ঘোলা পানি । তখন বুঝতে পারছিলাম, তারা বন্যার পানি ফুটিয়ে খাচ্ছে । বাস্তব জীবনে এমন দৃশ্য দেখা সত্যি বিশ্বাস করার মতো না । এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সিনেমার দৃশ্যকেও হার মানাবে । খুবই বেদনাদায়ক ।
তাদের সাহায্যার্থে কী কী উদ্যোগ নিয়েছিলেন?
ব্যক্তি উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে তাদের জন্য ত্রাণ নিয়ে গিয়েছিলাম । আমার ছোট একটা টিম আর দুটি বোট নিয়ে গিয়েছিলাম । উদ্দেশ্য ছিল টিমের সদস্য কম নেব কিন্তু ত্রাণ বেশি নেব, কারণ ত্রাণটাই বেশি জরুরি । এবার আমাদের গন্তব্য লক্ষ্মীপুর । এবারের আয়োজনে বেশ কয়েকটা কোম্পানি সাহায্য পাঠিয়েছে, যেটা আমাদের মাধ্যমে বিতরণ করতে চায় । আজকেই লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা দেব ।
দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে এখনো তো সেভাবে কাজ শুরু হয়নি । তারপরও জানতে চাইব, শুটিংয়ে ফেরা হয়েছে কি না?
এই পরিস্থিতিতে আমাদের কারোই অক্টোবরের আগে কাজে ফেরা হবে বলে মনে হচ্ছে না । এখন সবাই দেশের সমস্যাগুলো নিয়েই ব্যস্ত । আমি নাটকের মানুষ, নাটক নিয়েই আমার ব্যস্ততা । এর মধ্যে একটা ওয়েব সিরিজ নিয়ে কথা হচ্ছিল কিন্তু আপাতত সেটারও কোনো আপডেট নেই ।
নতুন দেশকে কীভাবে দেখতে চান?
কোনো ভালো কাজ করার জন্য এত মানুষের সাপোর্ট কখনোই পাওয়া যায় না । কিন্তু এখন একে অন্যজনকে সাপোর্ট করছে । রিকশাচালক, ছোট ছোট বাচ্চা তাদের টিফিনের জমানো টাকা বন্যার্তদের সহযোগিতার জন্য দিয়ে দিচ্ছে । মানুষের প্রতি এই ভালোবাসা আমার জন্মের পরে আর দেখিনি । এই প্রথমবার দেখলাম । এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য । এ ছাড়া প্রত্যাশা যদি বলি, সবকিছু স্বাভাবিকভাবে চলতে থাকলে বাংলাদেশ অনেক অনেক দূর এগিয়ে যাবে । অর্থনৈতিক পরিবর্তন হবে । আন্তর্জাতিক দেশগুলো আমাদের উন্নতি দেখতে পারবে । আমরা যদি সবাই সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে অবশ্যই আন্দোলনে এবং বন্যায় যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পরিমাণ কাটিয়ে উঠে দ্রুত উন্নতির দিকে এগিয়ে যেতে পারব । আমাদের দেশে এমন নেতৃত্ব প্রয়োজন, যারা নিজেদের পকেট ভারী না করে দেশকে নিয়ে ভাবেন ।
শোবিজে কোনো সংস্কারের প্রয়োজন আছে কি না?
আমার তো মনে হয় ছোট ছোট কিছু পরিবর্তন প্রয়োজন আছে এবং এটা করা খুব দরকার । আমরা ১৮-১৯ ঘণ্টা কাজ করি । এমনটা কেন হবে? যারা করছে তারা পেশাদারিত্বের বোধ থেকে করছে । অনেকে মেনে নিয়েছে । এভাবেই তো চলছে । কিন্তু এই চিন্তাটা পরিবর্তন খুব জরুরি । এখন পর্যন্ত এ বিষয় নিয়ে কেউ কথা বলেনি । তবে আমি আশা করছি, বর্তমান অবস্থার উন্নতি হলেও কেউ না কেউ কথা বলবে ।
পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চান?
আমি নিজের একটা পরিচিতি তৈরি করতে চাই । আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করতে চাই । কিন্তু আমাদের পেশায় কোনো কিছুই প্রত্যাশার মধ্যে রাখা যায় না । অনেক সময় মানুষের কথার শিকার হতে হয়, ট্রলের শিকার হতে হয় । আর একজন মেয়ে শিল্পীর জন্য তা আরও বেশি কঠিন । একটা ছেলে বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারলেও একজন মেয়ে অভিনয়শিল্পীর জন্য সেই সুযোগ গড়ে ওঠেনি ।
বিভিন্ন সময়ে ট্রলের শিকার হয়েছেন । এতে করে নিজেকে কখনো দুর্বল মনে হয়েছে?
আমি মডেলিং থেকে অভিনয়ে এসেছি কিন্তু অনেকে জানেই না যে আমি মডেলিং করতাম । বেশিরভাগ মানুষ আমাকে চিনেছে টিকটক থেকে । এটা তো একটা প্ল্যাটফর্ম মাত্র । অধিকাংশ মানুষ ধরেই নেয় যে সে তো আমার মতো । কিন্তু কেউ যখন কারও থেকে ভালো অবস্থানে চলে যায়, তখন একটা হিংসা চলে আসে । তারা ভাবে, সে কীভাবে এত ভালো জায়গায় যেতে পারে? সে কি মহাসুন্দরী? আমাদের মধ্যে কি অভিনয় জ্ঞান নেই? এ রকম নানা বিষয় ট্রলের কারণ হতেই পারে । আমার কাছে মনে হয়, গসিপ করা ছাড়া তাদের কোনো কাজ নেই ।
আমি যেহেতু মানুষ । সবার মতো আমারও আবেগ, অনুভূতি আছে । তবে আমি এগুলো নিয়ে এখন আর নিজেকে চিন্তার সুযোগ দিই না । কিন্তু একটা সময় গিয়ে আর ভালো লাগে না । এত প্রতিকূল অবস্থা মেনে নেওয়া যায় না । তা ছাড়া আমাদের প্রতিবেশী বা সাধারণ মানুষ কারও ভালোটা সহজে গ্রহণ করতে পারে না । একটা বিষয় নিয়ে প্রতিবাদ করলে ১০টা বিষয় সামনে নিয়ে আসে ।