রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

একজন কে. এস. আলম পোখরাজ

বীর মুক্তিযোদ্ধা: ১৯৭১ সালে কে. এস. আলম পোখরাজ নাম লেখান মহান মুক্তিযুদ্ধের সুইসাইড স্কোয়াডে। অকুতোভয় এ বীর মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করার দৃপ্ত শপথে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধ রনাঙ্গনে। দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে লাল সবুজের পতাকা তুলে দেন বাঙালির হাতে।

সফল ব্যবসায়ী: দেশকে স্বাধীনতা এনে দেয়ার পর নিজের ব্যবসায়ে মনোনিবেশ করেন এ সাহসী পুরুষ। জনশক্তি রপ্তানি ব্যবসায়ে ব্যাপক সফলতা অর্জন করেন। দোহার নবাবগঞ্জের মানুষ আজ যে রেমিট্যান্স পাঠাচ্ছেন এবং এ অঞ্চলের অধিকাংশ মানুষ যে প্রবাসে গিয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন তার সিংহভাগই কে.এস. আলম পোখরাজের অবদান। তিনি ৫ বার সিআইপি নির্বাচিত হয়েছেন। তারই প্রতিষ্ঠিত রাজ ওভারসিজ লিঃ বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। যার বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন তাঁর একমাত্র পুত্র আদনান খন্দকার।

সমাজ সেবক ও দানবীর: ব্যবসায়ী হিসেবে সফলতার পর মানব কল্যাণে ও সমাজ সেবায় তিনি বিশেষ অবদান রাখেন। নবাবগঞ্জের তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে বিভিন্ন ক্লাব, খেলার মাঠ, সাংস্কৃতিক কর্মকান্ডে পৃষ্ঠপোষকতা দান করেন। মুক্তহস্তে বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে নিজ অর্থ দান করতে থাকেন। যার মধ্যে রয়েছে বক্সনগর ইছামতি সাংস্কৃতিক সংগঠন, পুরাতন বান্দুরা নবীন সেতুসংঘ। এছাড়া নবাবগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অকাতরে দান করে গেছেন। আর এসব অবদানের জন্য তিনি মাদার তেরেসা স্বর্ণপদকও লাভ করেন।

শিক্ষানুরাগী: তিনি প্রকৃত পক্ষে একজন শিক্ষানুরাগী ছিলেন। শিক্ষক ও শিক্ষিত মানুষকে তিনি খুব বেশি সম্মান করতেন। ১৯৯১ সালে শুরু করেন শিক্ষা প্রসারে তার যাত্রা। যখন নবাবগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত ভাবে দুর্বল হয়ে পড়ে তখন তিনি নিজ অর্থায়নে কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে পাঁচ কক্ষ বিশিষ্ট আমেনা খাতুন একাডেমিক ভবন, ১৬ কক্ষ বিশিষ্ট দু’তলা বেগম হাসিবা একাডেমিক ভবন, বেগম হাসিবা স্মৃতি পাঠাগার, বাউন্ডারি ওয়াল এসব নির্মাণ করে স্কুলটিকে নবরূপ দান করেন। আগলায় অবস্থিত মহাকবি কায়কোবাদ গার্লস স্কুলে একাডেমিক ভবন, আগলা চৌকিঘাটা জনমঙ্গল উচ্চ বিদ্যালয়ে বেগম হাসিবা বিজ্ঞান ভবন, গালিমপুর সোনাবান বালিকা বিদ্যালয়ে বেগম হাসিবা একাডেমিক ভবন, শোল্লার সিংহড়া উচ্চ বিদ্যালয়ে বেগম হাসিবা একাডেমিক ভবন, নয়নশ্রীতে বকচর তুইতাল উচ্চ বিদ্যালয়ে বেগম হাসিবা একাডেমিক ভবন নির্মাণ করেন।

অমর সৃষ্টি: অবহেলিত এক প্রত্যন্ত গ্রাম যন্ত্রাইল ইউনিয়নের হরিষকূল। সম্পূর্ণ নিজ অর্থায়নে একক ভাবে প্রিয়তমা স্ত্রীর নামে নির্মাণ করেন বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়। এছাড়া নিজ অর্থায়নে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের মাধ্যমে দেশ প্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। যা তাঁর অমর সৃষ্টি হিসেবে আজীবন রয়ে যাবে। এছাড়া বারুয়াখালীতে একটি মাদ্রাসা ভবন, নবাবগঞ্জ এতিমখানা ও মাদ্রাসায় ভবন নির্মাণ করে দিয়েছেন। দুঃস্থ মুক্তিযোদ্বাদের ভাতা, গৃহনির্মাণ, চিকিৎসা সহায়তা, গরীব শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় বহন এসব কাজ করেছেন সারাজীবন। তাঁর একটি দুঃসাহসিক কাজ এখনো সাধারণ মানুষকে আবেগ তাড়িত করে। ১৯৯৮ সালের দীর্ঘস্থায়ী বন্যায় ৫০০ মানুষকে আশ্রয়দান করে একমাস ব্যাপী তাদের তিনবেলা রান্নাকরা খাবার এবং ওষুধসহ বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেন। এটা ছিলো এক অসম্ভব কর্মযজ্ঞ। হয়তো আরও অনেক অজানা কাজ আছে তিনি করেছেন যা আমার জানা নেই। তাঁর একমাত্র পুত্র আাদনান খন্দকার। তাঁর দীর্ঘ ৪৩ বছরের পুরনো প্রতিষ্ঠান ” রাজওভারসিজ লিঃ” এর দায়িত্বভার গ্রহণ করে সুন্দর ভাবে পরিচালনা করে আসছিলেন। কিন্তু তিনি তা আর বেশি দিন এগিয়ে নিয়ে যেতে পারলেন না। বুধবার (৬ আগস্ট) হঠাৎ তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সাথে সাথে আইসিউতে নেওয়া হয়। কিন্তু নিয়তি বিমুখ। তিনি চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় পরিবারের সবাইকে কাঁদিয়ে আল্লাহর আহবানে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। নবাবগঞ্জবাসী আবার একজন সজ্জন এবং অমায়িক মানবিক মানুষকে হারালো। আদনান নিজেকে তৈরি করছিলেন। তাঁরও ইচ্ছে ছিল সমাজসেবা করার। সেজন্যই বাবার মৃত্যুর পর পর নিজের কাঁধে তুলে নেন কলাকোপা কোকিলপ্যারী হাই স্কুল ও বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বাবার নাম দিতেন ” বীর মুক্তিযোদ্ধা পোখরাজ মেধাবৃত্তি”। আদনান খন্দকার মৃত্যুকালে দুই কন্যা, একমাত্র পুত্র ও স্ত্রীকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নবাবগঞ্জ উপজেলার প্রত্যেকটি ঘরে শোকের ছায়া নেমে এসেছে। আমি তাঁর আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। সেই সাথে পোখরাজ সাহেব, তাঁর সহধর্মিণী বেগম হাসিবা ও আদনান খন্দকারকে আল্লাহ বেহেশত নসিব করুন।

মো. শাহ আলম, লেখক: প্রধান শিক্ষক, কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়, সভাপতি নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com