শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৩ অপরাহ্ন

একই সিনেমায় ধানুশ ও আল্লু অর্জুন!

বিনোদন ডেস্ক:: সাউথ ইন্ডিয়ান সিনেমায় তুমুল জনপ্রিয় দুই তারকা ধানুশ ও আল্লু অর্জুন। প্রথমজন সাধারণত তামিল সিনেমায় কাজ করেন, অন্যজনকে দেখা যায় তেলেগু সিনেমায়। তবে এখন তারা ভারতজুড়েই জনপ্রিয়। যার সুবাদে তাদের সিনেমা আরও অনেক ভাষায় মুক্তি পায়।

এই তারকাদ্বয়ের ভক্তদের জন্য বিশাল সু-খবর। কারণ এক সিনেমায় দেখা যাবে স্টাইলিশ স্টার আল্লু ও থালাইভা ধানুশকে। এমনটাই শোনা যাচ্ছে দক্ষিণী সিনেমা পাড়ায়। ওই অঞ্চলের একাধিক গণমাধ্যমেও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে।

জানা গেছে, ধানুশ ও আল্লু অর্জুনকে নিয়ে সিনেমাটি বানাবেন নির্মাতা কোরাতলা শিবা। এটি তারকাবহুল সিনেমা হবে। সামাজিক সচেতনতামূলক গল্পে নির্মিতব্য সিনেমাটির নাম অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। এছাড়া নায়িকা চরিত্রে কে কে থাকছেন, সেটাও রয়েছে ধোঁয়াশায়।

বিভিন্ন সূত্রে শোনা যাচ্ছে, শিগগিরই এই সিনেমার অফিসিয়াল ঘোষণা আসবে। যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় চমক হবে এটি।

এদিকে আল্লু অর্জুন সম্প্রতি গোটা ভারত মাতিয়েছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দিয়ে। বক্স অফিসে সিনেমাটি ৩৫০ কোটি রুপির বেশি আয় করেছে। এছাড়া এর গানগুলো ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরে ট্রেন্ডিংয়ে ছিল।

অন্যদিকে ধানুশকে সর্বশেষ দেখা গেছে ‘মারান’ সিনেমায়। কার্তিন নরেন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে আছেন মালবিকা। গত ১১ মার্চ এটি ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com