সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ছেলের অভিভাবক মেনে না নেওয়ায় দীর্ঘদিনের প্রেমিক যুগলের বিয়ে আটক হয়ে যায়। আর অভিভাবকের এ সিদ্ধান্ত মানতে পারছিল না দুই প্রেমিক। তাই তো তারা তাদের প্রেমকে চির অমর করার জন্য এক রশিতে দুজনে আত্মহত্যার পথ বেছে নেয়।
বুধবার রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
কাশিপুর ইউনিয়নের জগদল গোরস্থান গামী কাঁচা রাস্তার মাঝখানে আম গাছে লাইলন রশিতে ঝুলে আত্মহত্যা করে প্রেমিক যুগল উপজেলার কাশিপুর ইউনিয়নের ছয়ভাগিয়া গ্রামের কুণ্ঠ কুমার পালের মেয়ে ইচ্ছা রানী পাল(২১) ও বালিয়াডাঙ্গী উপজেলার বেঝুরবাড়ী নয়াপাড়া গ্রামের খই খোয়া পালের ছেলে সুনীল পাল(২৪) পরে পুলিশ খবর পেয়ে প্রেমিক যুগলের লাশ উদ্ধার করে ঠাকুরগাও মর্গে ময়না তদন্ত করার জন্য প্রেরণ করে।
এ ব্যাপারে থানা অফিসার ইনর্চাজ (তদন্ত) খায়রুল আলম ডন বলেন, থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে ময়না তদন্ত শেষে ঘটনার আসল রহস্য পাওয়া যাবে।