মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এএফসি কাপ প্লে অফ ম্যাচে (প্রিলিমিনারি রাউন্ড-২) ১২ এপ্রিল মঙ্গলবার সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের আবাহনী ও মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবের মধ্যে এএফসি কাপে প্লে-অফ ম্যাচ। রোবরাত রাতে মালদ্বীপের ক্লাবটির বাংলাদেশে আসার কথা থাকলেও আসেনি। যে কারণে ম্যাচটি হচ্ছে না। তাই ওয়াকওভার পাচ্ছে আবাহনী।
ফলে এই আসর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তারা। ফলে ম্যাচ-সংক্রান্ত সবকিছুই স্থগিত করেছেন ম্যাচ কমিশনার। তাই সোমবার সকালে ম্যানেজার মিটিং, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন সবই স্থগিত করা হয়।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে সোমবার ১১ এপ্রি]ল অনানুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে। সন্ধ্যা নাগাদ অফিসিয়াল সিদ্ধন্ত আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ।
২০২২ এএফসি কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপের ম্যাচে আগামী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।
এখন এএফসি অনুমোদন দিলেই এই ম্যাচে ওয়াকওভার পাবে আবাহনী। মালদ্বীপের দলটি না আসায় আবাহনী এই ম্যাচে বিজয়ী হবে এবং ১৯ এপ্রিল পরবর্তী প্লে অফ ম্যাচ খেলবে। সেই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ ভারতের মোহনবাগান। এই ম্যাচটি হবে মঙ্গলবার ১২ এপ্রিল। ম্যাচটির পরেই জানা যানা যাবে আবাহনীর প্রতিপক্ষের নাম।
১৯ এপ্রিল জিততে পারলে আবাহনী খেলবে গ্রুপ পর্বে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া। গ্রুপের পর্বের খেলা হবে ভারতের কলকাতায় ১৮ থেকে ২৪ মে।
এবার ওয়াকওভার পেলেও আবাহনীকে মূল পর্বে সুযোগ পেতে হলে পেরুতে হবে আরেক ধাপ। প্লে-অফে তাদের লড়তে হবে ভারতের মোহনবাগান ও শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যে জয়ী দলের বিপক্ষে।
আগামী ১৯ এপ্রিল মাঠে গড়াবে এক লেগের লড়াইটি। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।