শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
 Exif_JPEG_420
  Exif_JPEG_420 আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে::
ঈশ্বরদী পৌরসভা নির্বাচন আজ শনিবার (১৬ জানুয়ারী) উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়েছে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করছেন। আওয়ামীলীগ মনোনীত ইসাহাক আলি মালিথা, বিএনপির নয়ন ও ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ্।
এবারের নির্বাচনে ভোট কেন্দ্রে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। নারী পুরুষ উৎসাহ উদ্দিপনার ভিতর দিয়ে তাদের ভোটাধিকার প্রযোগ করছে।
তবে বেলা বারোটার দিকে বিএনপি প্রার্থী নয়ন ভোটে কারচুপি, অনিয়ম, দূর্নীতির অভিযোগ এনে ভোট বর্জন করেন।
স্থানীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরুজ্জামান বিশ্বাস এমপি মহোদয় এবং আওয়ামীলীগের মেয়র প্রার্থী ইসাহাক আলি মালিথা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অভিযোগ বা অনিয়মের কথা শোনা যায়নি। বিএনপির প্রার্থীর অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন এবং উদ্দ্যেশ্য প্রনোদিত’।