মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়েকে হত্যার পর বাবা নিজেই আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বিনায়েকপুর গ্রাম থেকে মেয়ে ও বাবার মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।
নিহতরা হলেন- উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর কাজিপাড়া গ্রামের তাসনিম রাকা (৯) ও তার বাবা মনজুরুল ইসলাম রাজিব (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ৯টার দিকে বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর কাজিপাড়া গ্রামের পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনজুরুল ইসলাম রাজিব নিজ বাড়িতে তার ৯ বছরের মেয়ে রাকা খাতুনকে গলাটিপে হত্যা করে। এরপর একই ঘরে নিজে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। দীর্ঘদিন ধরে রাজিব হোসেন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।