রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় ক্ষমতার দাপটে সরকারী রাস্তার গাছ কর্তন

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আগরপুর গ্রামে সরকারী রাস্তার গাছ কেটে নিয়েছে একই গ্রামের প্রভাবশালী রইচ উদ্দিন ও তার ছেলেরা। রইচ উদ্দিন গ্রামের প্রভাবশালী ও ধনার্ঢ্য ব্যাক্তি হওয়ার কারনে তিনি কোন আইনের তোয়াক্কা করেন না। তার ভয়ে গ্রামের কোন ব্যাক্তি মুখ খুলতে চান না। রইচ উদ্দিনের ছোট ছেলের সঙ্গে কথা হলে তিনি গাছ কাটার কথা স্বীকার করেন।

এ বিষয়ে সাংবাদিকদের স্থানীয় আওয়ামী লীগ নেতা জিন্নাহ আলম তালুকদার মুঠোফোনে বলেন, রইস আমার বোনের জামাই ওখানে কিছু করার দরকার নেই। আমার বাড়ীর পাশের রাস্তার গাছ আমি কাটছি, পারলে আপনারা আমার কাছে আসেন।

এ বিষয়ে উপজেলার রামকৃষ্ণপুড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেল্লাল হোসেন বলেন, আমি স্থানিয়দের অভিযোগে পরিদর্শন করে গাছগুলো রাস্তায় পরে থাকতে দেখি এবং কর্তনকৃত গাছের পরিমান প্রায় ১৩ টি থেকে ৪৫ টির স্তুপ রয়েছে। পরে আমি কর্তনকৃত গাছগুলো জব্দ করে স্থানীয় সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের জিম্বায় রেখেছি।

এ বিষয়ে সাবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন প্রতিবেদনকে বলেন, স্থানীয় নায়েব সাব এসে গাছগুলো জব্দ করে আমার জিম্মায় রেখে গেছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলার বন কর্মকর্তা শফিকুল ইসলামের সঙ্গে মুটোফোনে কথা হলে তিনি সরকারী গাছ কর্তনের বিষয়ে আইনি পদক্ষেপ নিবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com