সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

উল্লাপাড়া বাজারে বিধবা আলেয়ার জমি জোড়পূর্বক দখলের চেষ্টা

মোঃ ইসলাম হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ::

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পূনিমাগাতি ইউনিয়ন পরিষদের সামনের অবস্থিত মার্কেটে জোরপূর্বক দোকান ঘর উত্তলোন করে জমি দখল করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন।

এমন অভিযোগ করে ওই মার্কেটের মালিক মৃত জুরান আলীর বিধবা স্ত্রী আলেয়া বেগম জানান, পূনিমাগাতি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপাপ্ত সাধারন সম্পাদক সরোয়ার হোসেন, রাতের অন্ধকারে বিধবার নিজ নামে ডিসিআর কাটা জায়গাতে জোর করে ঘর নির্মানের কাজ শুরু করে। পরে বিধবা বিষয়টি উপজেলা ভুমি সহকারী কর্মকর্তে জানালে ও স্থানীয় গনমাধ্যম কর্মিরা উপস্থিত হলে নির্মান কাজ বন্ধ করে৷

বিধবা আলেয়া বেগমের অভিযোগের বিষয়ে মুঠোফোনে-সরোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আমি পূনিমাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন ও ইউনিয়ন ভুমি সহকারী কে বলেই ও খানে ঘর নির্মাণ করছিলাম।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা ভুমি সহকারী কর্মকর্তার নিকট বিধবা আলেয়া বেগম অভিযোগ করলে ইউনিয়ন ভুমি সহকারী আমাকে ঘর নির্মান বন্ধ করতে বললে আমি নির্মান কাজ বন্ধ করে দিই। বিধবা আলেয়া বেগমের ডিসিআর কাটা জমির উপর ঘর তোলা ও দখলের চেষ্টার অভিযোগ স্বীকার করে সরোয়ার বলেন।ও জামায়াত বিএনপির লোক, ওদের কথামত কিছু লিখবেন না, আমি তানভীর ইমামের লোক।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই অভিযোগ করে বলেন-ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন একজন মাদকাসক্ত মানুষ, নিয়মিত মদ খেয়ে বাজারে সাধারণ মানুষকে মারধর করে অশ্লীল গালি গালাজ করে এবং মদখেয়ে মঞ্চে অশ্লীল মাতলামির ভিডিও এখনও অনেকের মোবাইলেই আছে। সরোয়ার ক্ষমতার অপব্যবহার করছে, তার এমন কান্ডের কথা মাননীয় এমপি জনাব তানভীর ইমাম, উল্লাপাড়া আওয়ামীলিগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা বিষয়টি জানলেও অদৃশ্য কারনে নেত্রীবৃন্ধ তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি। এব্যাপারে স্থানীয় আওয়ামীলীগে নেতাকর্মীরা অসন্তোষ প্রকাশ করেন এবং সরোয়ারের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com