বুধবার, ৩০ Jul ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে উলিপুর প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

‎সংবাদ সম্মেলনে আতাউর রহমান সবুজ জানান, দীর্ঘ ৩০ বছর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র রাজনীতির সাথে জড়িত। বিগত ১৭ বছরে আমি আওয়ামী লীগের গুন্ডা বাহিনী দ্বারা বহুবার লাঞ্চিত হয়েছি। আমার রাজনীতির শুরু গুনাইগাছ ইউনিয়ন ছাত্রদল থেকে। এরপর যুবদল এবং পরবর্তীতে বিএনপির ২নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক, পরে ওই ওয়ার্ডের সভাপতি’র দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করার কারণে অতি সম্প্রতি বিলুপ্ত হওয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম।

‎তিনি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগের আমলে আমি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাকালীন সময়ে বহুবার প্রশাসনের হেনস্তার শিকার হয়েছি। এছাড়া স্থানীয় ভাবে বিএনপির নেতা-কর্মীদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের হাতে বহুবার লাঞ্চিত হয়েছি। তবুও শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী হয়ে আমি রাজপথে ছিলাম। ২০১৮ সালের রাতের ভোটের সময় কুড়িগ্রাম-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীর আক্রমনের শিকার হয়েছিলাম। প্রচারনা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর হয়রানীতে রাত কাটিয়েছি অন্যের বাড়িতে। এরপর ছাত্র-জনতার আন্দোলনের সময় হাসিনা বিরোধী বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচিতে দলের একজন নিবেদিত কর্মী হিসাবে অংশগ্রহণ করি। এই দীর্ঘ রাজনীতির জীবনে নিস্বার্থ ভাবে জনসেবা করায় জনমনে আমার প্রতি জনসমর্থন ও ভালোবাসা সৃষ্টি হয়।

‎আতাউর রহমান সবুজ বলেন, রাজনীতিতে আমার দীর্ঘ পথ চলায় অনেকের কু-নজরে আসি এবং আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা ও বানোয়াট কল্পনা কাহিনী সাজিয়ে উঠে পরে লাগে একটি মহল। কিছুদিন থেকে লক্ষ্য করছি অজ্ঞাতনামা একটি কুচক্রী মহল আমাকে হেও করার মানসে আওয়ামী লীগের দোসর ও সদস্য হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে প্রচার করছে। এছাড়া উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে আমার একটি ছবি ফটোশপ দিয়ে এডিট করে জোড়া লাগিয়ে সেই ছবি ফেসবুকের বিভিন্ন আইডি থেকে নিয়মিত প্রচার করে আসছে। এমনকি সেই ছবির সাথে এডিট করা একটি আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ফরম জুড়ে দিয়ে কিছু পোষ্টার বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। ঐ কুচক্রী মহলের এ ধরনের অবান্তর ও মিথ্যা এবং ভিত্তিহীন কাজের জন্য আমার সামাজিক ও রাজনৈতিক জীবনে প্রভাব পড়ছে। এতে করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

‎তিনি আরো বলেন, আমার রাজনৈতিক দীর্ঘ পথ চলায় ঈর্ষান্বিত হয়ে যারা আজ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। তাদের মাধ্যমে ভবিষ্যতে আমিসহ আমার দলের যে কোন নেতা-কর্মীর ক্ষতি হতে পারে বলে আমি আশঙ্খা প্রকাশ করছি। ওই সব কুচক্রী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছি। কুচক্রী মহলের এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com