বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:১১ অপরাহ্ন

উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান এরশাদুল হক

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার (৩০ জুলাই) দুপুরে উলিপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে কুড়িগ্রাম শহরের কলেজ মোড় থেকে ইউপি চেয়ারম্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি বজলার রহমান।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক (৪২)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক। এরশাদুল হক দুর্গম চরাঞ্চল সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিল। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com