বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: ব্রাজিল জাতীয় পুরুষ দলের জন্য সাম্প্রতিক সময়টা হতাশার হলেও, নারীদের ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রেখেছে সাম্বার দেশটি।
কোপা আমেরিকার সেমিফাইনালে বাংলাদেশ সময় বুধবার সকালে ইকুয়েডরের কুইটোতে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে টানা পঞ্চমবারের মতো ফাইনালে উঠেছে ব্রাজিলের মেয়েরা।
টানা চারবার ফাইনালে উঠে সব ক’বারই শিরোপা জেতা ব্রাজিল এবার তাকিয়ে নবম ট্রফির দিকে। এখন পর্যন্ত কোপা আমেরিকার নারীদের আসরে ৯টি আয়োজনের মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। শুধু একবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়ে এই দাপটের মাঝে ছেদ টেনেছিল।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়ার। দুই বছর আগের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবার। ২০২২ সালের ফাইনালেও কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল।
সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই একচেটিয়া দাপট দেখায় ব্রাজিল। ম্যাচের প্রথম ২৭ মিনিটেই তারা আদায় করে নেয় তিন গোল। বিরতির পর আত্মঘাতী গোলে একটি গোল শোধ দিলেও উরুগুয়ের পক্ষে তা যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ম্যাচ নিশ্চিত করে ফেলে ব্রাজিল।
ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আমান্দা গুতিয়েরেস। একটি করে গোল করেন গিও গারবেলিনি, মার্তা ও দুদিনিয়া।
শুধু ফাইনাল নিশ্চিত করেই থেমে থাকেনি ব্রাজিল। এই জয়ের মাধ্যমে দলটি নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে জায়গা পাওয়া ১৬ দলের একটি হিসেবে অংশগ্রহণ।
এদিকে নারী ফুটবলে লাতিন আমেরিকার ইতিহাস গড়তে আরেক ধাপ এগিয়ে গেল ব্রাজিল। এবার দেখার পালা—কলম্বিয়াকে হারিয়ে তারা নবম শিরোপা ঘরে তুলতে পারে কিনা।