বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন

উন্মোচন হলো বাংলাদেশ-ভারত সিরিজের ট্রফি 

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন ডেস্ক:: আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ভারতের বিপক্ষে বহুল কাঙ্ক্ষিত সিরিজ। ২০১৫ সালের পর এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলতে এসেছে সর্বজয়ী ভারত দল। যেখানে তিন ম্যাচের ওয়ানডে ও দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে উভয় দল। তবে আগামীকাল মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।

মাঠে খেলা গড়ানোর আগে সিরিজের ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখা মেলে দু’দলের অধিনায়কের। ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ট্রফি উন্মোচন করেন। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে পড়েন বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল খান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশী ক্রিকেটারদের আইপিএল খেলা নিয়েও কথা বলেন লিটন দাস। লিটনদের মতো খেলোয়াড়দের দল পাওয়া উচিত বলে মনে করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমি আশা করি, বাংলাদেশীরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’

সুযোগ পেলে লিটনরা ভালো করবেন বলেও বিশ্বাস রোহিতের, তিনি এই বলে আশাবাদ ব্যক্ত করেন যে, ‘তারা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, তাদের সুযোগ পাওয়া উচিত।’ তাছাড়া আসন্ন সিরিজ নিয়ে রোহিত বলেন, ‘সিরিজটা রোমাঞ্চকর হবে। আমাদের ভালো খেলতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com