সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ১১:২০ অপরাহ্ন

উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে—ত্রাণ প্রতিমন্ত্রী

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ডাঃ মো: এনামুর রহমান এমপি বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

শুক্রবার বিকালে জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি-পাথর্শী ও চিনাডুলী এলাকায় রাস্তা কাম বাঁধ নির্মান প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব মো: কামরুল হাসান, উপজেলা চেয়ারম্যান এড. এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. আঃ সালাম প্রমুখ।

পরে পাথর্শী, কুলকান্দি ও চিনাডুলী ইউনিয়নের ১২শত নদী ভাঙ্গন কবলিত দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com