বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৭:৪৭ অপরাহ্ন

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই—মাউশি চেয়ারম্যান

উন্নত জাতি গঠনে মেধা বিকাশের বিকল্প নেই---মাউশি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:: উন্নত জাতি গঠনে মেধা বিকাশের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজম্মকে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। তাই নতুন চিন্তা চেতনা ও জ্ঞান অনুশীলনে তাঁদের আরো এগিয়ে যেতে হবে।

রোববার (২৬ জানুয়ারী) দুপুরে ঢাকার নবাবগঞ্জের শিকারী তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. জাহাঙ্গীর আলম এ কথা বলেন।

কলেজের পরিচালনা কমিটির সভাপতি এড. রফিক শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা আরো বলেন, শিক্ষার সাথে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা করতে হবে। মাদক সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে নতুন প্রজম্মকে দায়িত্ব নিতে হবে। তাহলে সমাজ থেকে অনাচার ও বৈষম্য দূর হবে। আজ ছাত্র সমাজের কারণেই নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। তাঁদের এ ত্যাগ ধরে রাখতে হবে। আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যত। তারাই সৃজনশীল বাংলাদেশ গড়ে তুলবে। এসময় অতিথিরা কৃতি শিক্ষার্থী ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন, খন্দকার আবুল কালাম, আব্দুল রহিম, ব্যারিষ্টার হেদায়েত হোসেন চৌধুরী, নজরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com