মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

উদ্বোধন দিয়ে স্বাধীনতা দিবস টেনিস শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ধামরাইয়ের বাথুলিতে অবস্থিত ফিল্ম ভ্যালি টেনিস কোর্টের মনোরম পরিবেশে উদ্বোধন দিয়ে স্বাধীনতা দিবস টনিস শুরু। একদিকে টেনিস কোর্ট। অন্যদিকে তিনতলা আবাসিক ভবন। মাঝে বড় লেক। সেখানে ছিপি দিয়ে মাঝ ধরছেন অনেকে। বিশাল হলরুমে খেলোয়াড়দের খাবারের আয়োজন। ধামরাইয়ের বাথুলিতে প্রায় ১০ বিঘা জমির উপর তৈরী ফিল্ম ভ্যালি লিমিটেডে শুরু হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস টেনিস প্রতিযোগিতা।

স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এবং টেনিস ফেডারেশনের সহ-সভাপতি, ইউরো গ্রুপের চেয়ারম্যান ও ফিল্ম ভ্যালি টেনিস ক্লাবের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এএসএম হায়দার ও ম্যানেজার রাজু খন্দকারসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই টুর্নামেন্টে ১১ দিনব্যাপী প্রতিযোগিতায় ১৮টি ক্যাটাগরিতে অংশ নিচ্ছেন তিনশ’ খেলোয়াড়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com