মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ২৯ মার্চ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)’।
উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হচ্ছে। নারী ও পুরুষ বিভাগে মোট ১২৫ জন কুস্তিগীর বিভিন্ন ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতার নারী ও পুরুষ বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দশের বিভিন্ন বিভাগ, জেলা, ক্লাব ও সংস্থার শতাধিক নারী ও পুরুষ কুস্তিগীর অংশ নিয়েছেন।