শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

উদ্বোধনের আগেই হেলে পড়ল সেতু

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে প্রায় ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু হেলে পড়েছে। উদ্বোধনের আগেই অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে সেতুটি হেলে পড়ল।

স্থানীয়রা জানান, নির্মাণের পরপরই গত বছর বন্যার পানিতে সেতুটিতে ভাঙন ধরে। ধীরে ধীরে অ্যাপ্রোচ সড়ক বিলীন হয়ে যায়। শুষ্ক মৌসুমে সেতুর পাশ দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষাকালে তা সম্ভব হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের প্রায় ২০টি গ্রামের মানুষ।

স্থানীয় মান্দ্রা গ্রামের কুদ্দুস মুন্সি বলেন, শুষ্ক মৌসুমে সেতুর পাশ দিয়ে যেতাম। কিন্তু এখন বর্ষাকাল। তাই আর যাওয়া সম্ভব হচ্ছে না। কখনও সাঁতরে বা কখনও নৌকা নিয়ে সেতুর কাছে গিয়ে তা পার হতে হচ্ছে। শিগগিরই সেতু ও সেতুর সড়ক সংস্কারের দাবি জানাচ্ছি।

একই গ্রামের শাহ আলম বলেন, বাড়ি হতে বের হওয়ার একমাত্র সড়ক ও এতে থাকা সেতুটি ভাঙা। এখন এটি হেলে পড়েছে। প্রতিদিন ২০ হাজার লোক এ পথ দিয়ে যাতায়াত করেন। সবাই ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে হাসাইল বানারী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার বলেন, সংলগ্ন সড়ক ও সেতুটি হেলে পড়ায় চরাঞ্চলের মানুষের খুবই কষ্ট হচ্ছে। ঠিকাদার কীভাবে কাজ করেছেন, সে বিষয়ে আমি জানি না।

টঙ্গীবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাজেদা সরকার বলেন, সেতুটি কাত হয়ে পড়েছে শুনে ঠিকাদারকে সব বিল এখনও দেওয়া হয়নি। বিষয়টি উপর মহলকে অবহিত করা হয়েছে। তারা এখনো সিদ্ধান্ত দেয়নি।

সেতু হেলে পড়ার বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন বলেন, বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। সেতুর দুপাশের অ্যাপ্রোচ সড়ক সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। কাজও শুরু হয়েছিল। কিন্তু বর্ষা শুরু হওয়ায় কাজ আপাতত বন্ধ রয়েছে। বর্ষা শেষ হলে আবারও সংস্কার কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com