সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

উত্তর বারিধারাকে ৬ গোলে হারালো বসুন্ধরা কিংস

মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২৯ এপ্রিল শুক্রবার বাংলাদেশে প্রিমিয়ার ফুটবল লিগ ম্যাচে বসুন্ধরা কিংস এ্যারেনায় ৬-০ গোলে জিতেছে। উত্তর বারিধারাকে ৬ গোলে বন্যায় ভাসালো বসুন্ধরা কিংস। ঘরের মাঠে উত্তর বারিধারার বিপক্ষে গোল উৎসব করলো বসুন্ধরা কিংস। গুনে গুনে প্রতিপক্ষের জালে ৫ গোল দিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। একটি করে গোল করেছেন মিগেল ফিগেইরা, সোহেল রানা, নুহা মারং, তৌহিদুল আলম সবুজ ও সুমন রেজা। বাকি একটি বারিধারার খোকন মিয়ার আত্মঘাতী গোল।

১৫ মিনিটে প্রথম সুযোগ পেয়েও তা নষ্ট করে বারিধারা। সতীর্থের বাড়ানো লম্বা পাস ধরে অফসাইড ফাঁদ ভেঙ্গে জিকোর মাথার ওপর দিয়ে জুয়েল মিয়ার নেয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে সুযোগ ছিল জালে জড়ানোর। কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারেনি ওমর ফারুক। বড় জয় তুলে নিল বসুন্ধরা কিংস। ১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কিংস। একই দিনে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে ২-১ গোলে হারানো শেখ জামাল ধানম-ি ক্লাব ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। প্রথম পর্বের দেখায় ১-০ গোলে হারা উত্তর বারিধারা এ ম্যাচের শুরুর দিকে কিংসকে ভালোভাবেই আটকে রাখে। পঞ্চদশ মিনিটে প্রথম ভালো সুযোগটিও পায় তারা। কিন্তু মোহাম্মদ জুয়েলের শট ক্রসবারে লেগে ফিরে আসে।

২১ মিনিটে সুযোগ আসে বসুন্ধরার সামনে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি কিংসের গাম্বিয়ান ফরোয়ার্ড নুহা মারং। বারিধারার কোচনেভের ব্যাক পাস পেয়ে যান নুহা, দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন এই গাম্বিয়ান। সামনে ছিলেন শুধু গোলরক্ষক। কিন্তু তার শট সাইডবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়া হয়নি কিংসের। পাঁচ মিনিট পর কিংসের ফরোয়ার্ড মোরাংয়ের শট পোস্টের নিচের দিকে লেগে প্রতিহত হয়। ২৬তম মিনিটে ইয়াসিন আরাফাতের আড়াআড়ি ক্রস থেকে প্লেসিং শটে দলকে এগিয়ে নেন মিগেল। স্বাধীনতার বিপক্ষে অভিষেক ম্যাচেও জোড়া গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
কিংস-বারিধারা ম্যাচে দুপুরের তীব্র গরমে স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি কোন দলই। শুরুটা তাই কিছুটা ধীরগতির ছিল কিংসের। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় অস্কার ব্রুজোনের দল। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিংস। বারিধারা তেমন কোন প্রতিরোধ গড়তে পারেনি। দলকে এগিয়ে নেওয়ার একটু পরই চোট পেয়ে মাঠ ছাড়েন মিগেল। বদলি নামেন মতিন মিয়া। ৩০তম মিনিটে রবসন দি সিলভা রবিনিয়োর কাট ব্যাকে টোকায় ব্যবধান দ্বিগুণ করেন সোহেল। আট মিনিট পর হেডে ব্যবধান আরও বাড়ান মোরাং।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও তিন গোল পায় কিংস। ৮৭তম মিনিটে প্রথম প্রচেষ্টা ব্লকড হওয়ার পর ফিরতি শটে লক্ষ্যভেদ করেন সবুজ। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তার কাট ব্যাক ক্লিয়ার করতে গিয়ে খোকন মিয়া নিজেদের জালেই বল জড়ান।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারায় শেখ জামাল। ম্যাচের ২৮ মিনিটে আতিকুজ্জামানের জোগান দেয়া বলে লক্ষ্যভেদ করে জামালকে এগিয়ে দেন নাইজিরিয়ান ফরোয়ার্ড মুসা নাজেরি (১-০)। ৬৬ মিনিটে বাবলুর পাসে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিং কানফর্ম (২-০)। ৭১ মিনিটে মেহদী হাসান মিঠুর পাসে গোল করে ব্যবধান কিছুটা কমান মুক্তিযোদ্ধার গিনির ডিফেন্ডার কামারা (২-১)। তবে শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি মুক্তিযোদ্ধার।
ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com