বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি:: ঢাকার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া (দেবীনগর) পশুর হাটের মূল ইজারাদারকে টোল নিতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ আগস্টের পর হতে ইজারাদারের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে হাটের দখল নেয় দুবৃর্ত্তরা। এসময় তারা মূল ইজারাদার দেলোয়ার মাঝিকে হাটের ইজারা না তুলতে নানা রকম হুমকি দেয় বলে জানা গেছে।
দেবীনগর পশুর হাটের ইজারাদার দেলোয়ার মাঝি বলেন, বৃহস্পতিবার সাপ্তাহিক পশুর হাট বাংলা ১৪৩১ সালের জন্য এক কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে দরপত্র পান। সম্প্রতি তার (দেলোয়ারের) নামে বই ছেপে টোল আদায় করছেন বাজারের সভাপতিসহ একটি প্রভাবশালী চক্র। গত বৃহস্পতিবার ইজারাদার দেলোয়ারের লোকজন হাটে গেলে তাদের তাড়িয়ে দেয়া হয়।
এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি ঢাকা জেলা প্রশাসক ও পৌর প্রশাসককে লিখিত অভিযোগ দিলেও কোন কাজ হয়নি। এছাড়া হাটের টোল আদায়ের সহযোগিতা চেয়ে গত ১৪ জানুয়ারী উচ্চ আদালতে একটি মামলাও করেন দেলোয়ার হোসেন। আদালত বৈধ ইজারাদারকে টোল আদায়ে স্থানীয় প্রশাসনকে পদক্ষেপের নির্দেশ দেন। এরপরও তারা বহাল তবিয়তে জোরপূর্বক হাটের ইজারা তুলেছে গত ১৬ জানুয়ারী।
এবিষয়ে জয়পাড়া বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, আমি এ ঘটনা জানি না। একটি মিটিংয়ে আছি পরে কথা বলবো।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দোহার পৌর প্রশাসক তানিয়া তাবাসসুম বলেন, দাপ্তরিকভাবে হাট নিয়ে আদালতের কোনো নির্দেশনা পাইনি। এ ধরনের কোনো কিছু পেলে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।