বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি॥ শনিবার দিনব্যাপি শান্তিপূর্ণ পরিবেশে ঈশ্বরদী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ইছাহক আলী মালিথা ২৮,৫৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন ২,১৮৫ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মুফতি মাওলানা মাসুম বিল্লাহ্ পেয়েছেন ৫৩১ ভোট।
এবার ঈশ্বরদী পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ৫৫ হাজার ৫’শ ৬৮ ভোটারের মধ্যে ৩১,৭৬৫ ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৪৬৫ ভোট বাতিল ঘোষণা করা হয়।
নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ১ নং ওয়ার্ডে কামাল উদ্দিন, ২ নং ওয়ার্ডে মনিরুল ইসলাম সাবু, ৩নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ডে আমিনুর রহমান, ৫ নং ওয়ার্ডের ওয়াকিল আলম, ৬ নং ওয়ার্ডে আবুল হাসেম, ৭ নং ওয়ার্ডে আব্দুল লতিফ মিন্টু, ৮ নং জাহিদ হাসান উজ্জল ও ৯ নং ওয়ার্ডে ইউসুফ আলী প্রধান বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন ও ফিরোজা বেগম।