শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
ঈশ্বরদী প্রতিনিধি॥
সেভেন রিং সিমেন্টের পরিবেশক মেসার্স আজিজ এন্টার প্রাইজের শুভ হালখাতা, পার্টনার মিট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের অভিজাত রেস্তোরা প্যাভিলনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কোম্পানীর রাজশাহী জোনের সিনিয়র ব্যবস্থাপক বেলাল হোসেন। মেসার্স আজিজ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী আব্দুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, রাজশাহী জোনের ব্যবস্থাপক শাহীন আলম, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আফজাল হোসেন ও জাতীয় সাংবাদিক সোসাইটির সহসভাপতি এএ আজাদ হান্নান। পরে বিক্রেতাদের পাফরমেন্সের উপর ভিত্তি করে ৩৫ ব্যবসায়ীকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন প্রকার পুরস্কার দেওয়া হয়।