বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে পদ্মার ভাঙনে হুমকিতে শহররক্ষা বাঁধ

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে অসময়ে ভাঙন শুরু হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন এ অঞ্চলের বাসিন্দারা। ভাঙনে ইতোমধ্যেই লম্বায় ২০০ মিটার ও প্রস্থে ৫০ মিটার চর নদীগর্ভে বিলীন হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে স্থানীয় এমপি নুরুজ্জামান বিশ্বাস ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন।

পদ্মায় ভাঙন শুরু হওয়ায় ২০১৭ সালে ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শহররক্ষা বাঁধ হুমকির সম্মুখীন হয়েছে। ভাঙন শুরু হওয়ায় পদ্মা পাড়ের বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। ফসলি জমি ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে।

সরেজমিনে ভাঙনকবলিত এলাকায় দেখা যায়, নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় বাঁধের সামনের চর এলাকায় ভাঙন শুরু হয়েছে। এলাকাবাসীরা জানায়, ৩ দিন ধরে সাঁড়ার ব্লকপাড়া, থানাপাড়া ও ইসলামপাড়া এলাকার কিছু অংশ ব্যাপকভাবে ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনে প্রায় ৩০ একর জমি নিশ্চিহ্ন হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ২০১৭ সালে শহররক্ষা বাঁধ নির্মাণের সময় নদীতীর সংরক্ষণ কাজ বা প্রটেক্টিভ ওয়ার্ক ত্রুটিপূর্ণ হওয়ায় এই ভাঙন দেখা দিয়েছে। তীর এলাকায় নদীর গভীরে ব্লক ও বালুর বস্তা নিয়মানুযায়ী ডাম্পিং করা হয়নি। আবার কেউ কেউ অভিযোগ করেন, অপরিকল্পিতভাবে এই এলাকায় প্রতিদিন শত শত ট্রাক বালু উত্তোলনের জন্য এই অবস্থার সৃষ্টি হয়।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী জানান, ভাঙনে বাঁধের ক্ষতি হওয়ার শঙ্কা নেই, নিয়মানুযায়ী ডাম্পিং করা হয়েছে। নদীর অপর প্রান্তের কিছুটা আগে জেগে উঠা চরে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এখন নদীর স্রোত সরাসরি প্রবাহিত না হয়ে এই এলাকায় এসে আছড়ে পড়ায় ভাঙন শুরু হয়েছে। ভাঙন ঠেকাতে হলে নদীর গতিপথ পরিবর্তন করতে হবে।

পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস জরুরিভাবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে ভাঙন এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, বাঁধ নির্মাণের আগে এই এলাকার শত শত বিঘা জমি, বাড়ি-ঘর, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এলাকার মানুষ আর যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এ সময় ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধো নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা, প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com