শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥
গতকাল রবিবার বিকেলে ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়াগোপালপুর তালতলা মতি মোল্লাহর মোড় গ্রামে নবম শ্রেণীর ছাত্র হৃদয়কে (১৪) চাপা মারপিট করে হত্যা করা হয়েছে। নিহত হৃদয় সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলাম পাড়া গ্রামের দিনমজুর আব্দুল হালিমের ছেলে।
আব্দুল হালিমের পারিবারিকও থানা পুলিশ সূত্রে জানা গেছে, তালতলা মতি মোল্লাহর মোড় এলাকার ইসলামের মেয়ে এসএসসি পরীক্ষার্থী খাদিজার সাথে হৃদয়ের প্রেমের সম্পর্ক চলছিল। মাঝে মধ্যেই তাদের মধ্যে যোগাযোগ হতো। এমন অবস্থায় খাদিজা হৃদয়কে একটি মোবাইল ফোন কিনে নিয়ে তার বাড়িতে হৃদয়কে আসতে বলে। এ অবস্থায় সে একটি মোবাইল ফোন কিনে খাদিজাকে দিতে বেলা একটার দিকে তার বাড়িতে যায়। এ সময় খাদিজার ভাই মামুন ও আনিসসহ কয়েকজন বিষয়টি টের পেয়ে হৃদয়কে চাপা মারপিট করায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এ অবস্থায় তারা নিজেদের রক্ষার্থে দ্রুত হৃদয়কে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি পর্যায়ক্রমে জানাজানি হলে থানা পুলিশ টের পেয়ে হৃদয়ের লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সন্ধ্যায় থানায় নিয়ে আসে। হত্যাকান্ডের এই বিষয়টিকে ঘিরে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত কোন ব্যক্তি আটক হয়নি।