শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
আশরাফুল আবেদীন, ঈশ্বরদী থেকে॥
সোমবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বাড়িতে সৃষ্ট নির্বাচনী বিতর্কে পাবনা জেলা যুবদল ও ছাত্রদলের দু’নেতাকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছে। আহতরা হলো- পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়াও ৫/৬ জন নেতা নানা ভাবে কিলঘুষিতে আহত হন। আহতদের মধ্যে ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সাদ্দাম হোসেনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির একাধিক সূত্র ও ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ঘনিষ্ট বিএনপি নেতা প্রভাষক সুজনের দেওয়া তথ্যমতে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খাইরুল কবীর খোকন, সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও মোস্তাফিজুর রহমান বাবুসহ অন্যান্য কেন্দ্রিয়, পাবনা জেলা ও ঈশ্বরদীর নেতারা সকাল থেকে ঈশ্বরদী পৌর এলাকায় গণসংযোগ ও ঈশ্বরদী কেন্দ্রিয় বাস টার্মিনালে সমাবেশ করে বক্তব্য দেন। পরে বিকেলে তারা সাহাপুরস্থ হাবিবের বাড়িতে দুপুরে খাওয়ার জন্য উপস্থিত হন। এসময় কেন্দ্রিয় নেতাসহ সকল পর্যায়ের নেতাদের উপস্থিতিতে সৃষ্ট নির্বাচনী বিতর্ক ও খাওয়ার স্থান বাড়ির দ্বিতীয় তলায় সিঁড়ি দিয়ে ঠাসাঠাসি ও ধাক্কাধাক্কি করে উঠার সময় প্রথমে হাতাহাতি ও বাকবিতন্ডা শুরু হয়। পরে এক পর্যায়ে কমবয়সী ছাত্রনেতারা পাবনা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা ও পাবনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেনকে ছুরিকাঘাতে আহত করা হয়। এ সময় বিএনপি নেতা নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু,মাসুদ রানা ও কমল শেখ টিটুসহ ৫/৬ জন নেতা আহত হন।
অন্যদিকে, একই সময়ে শহরের ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে ধানের শীষের পক্ষে ভোট বাড়ানোর জন্য বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে ঈশ্বরদী পৌর ও উপজেলা বিএনপির নেতারা পৃথক সভার আয়োজন করেন। এ সভায় আটঘরিয়ার সাবেক পৌর মেয়র আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, যুবদল নেতা জাকির হোসেন জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। পরে তারা শহরে গণসংযোগ ও নির্বাচনী মিছিল বের করেন।