বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

ঈদে ৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর চার দিন বন্ধ থাকবে। এ সময় সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।

তিনি বলেন, আমদানি করা কিছু পচনশীল পণ্যের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভারতীয় মহিদপুর এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৯ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত স্থলবন্দরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চলবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com