রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

ঈদের টানা ছুটিতে পর্যটক শূন্য বান্দরবান

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান আকর্ষণীয় স্থান হলো পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলা। কিন্তু বান্দরবানের বিভিন্ন উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকায় এবং ৩ উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকায় ঈদুল আজহার এই বন্ধে বান্দরবানে পর্যটক কম, এতে হতাশ জেলার পর্যটন ব্যবসায়ীরা।

বিভিন্ন পরিমান ছাড় ঘোষণার পরও পর্যটকদের আশানুরুপ দেখা মিলছে না পর্যটন নগরী বান্দরবানে। জেলার হোটেল মোটেল আর বিনোদন কেন্দ্রগুলো এবারের ঈদে অনেকটাই ফাঁকা। ঈদের টানা ছুটিতে পর্যটকদের সুবিধার জন্য জেলার সব হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস ২০ শতাংশ, নীলাচল ও মেঘলা পর্যটনকেন্দ্র্র ২০ শতাংশ ছাড় দিয়েও ঈদের এই বন্ধে বান্দরবানে নেই পর্যটক এর সমাগম, আর এতে বিপুল পরিমান লোকসানে পড়ার শংকায় রয়েছে পর্যটন ব্যবসায়ীরা।

বান্দরবানের আবাসিক হোটেল হিলভিউ এর ম্যানেজার পারভেজ জানান, প্রতি বছর ঈদের ছুটিতে আমাদের হোটেলের সবগুলো রুম আগে থেকে বুকিং হয়ে যেত, কিন্তু এবার আগাম কোন বুকিং নেই। ছুটি শুরু হওয়ার পরও হোটেলগুলো খালি। ২০ শতাংশ ছাড় দেয়ার পরও পর্যটক বান্দরবানে ঘুরতে আসছে না।

পাহাড়ের চলমান অস্থিতিশীল পরিবেশ এবং তিন উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় কম পর্যটক আসছে বলে জানান, বান্দরবানের আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের তিনটি উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও চারটি উপজেলায় পর্যটকরা অনায়াসে ভ্রমণ করতে পারছেন। পর্যটকরা যাতে নিরাপদে ভ্রমণ করতে পারেস সেজন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে পর্যাপ্ত টুরিস্ট পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশ নিয়মিত টহল পরিচালনা করছে।

জেলা প্রশাসক আরো বলেন, বান্দরবানের তিন উপজেলায় ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা থাকলেও বাদবাকি চারটি উপজেলায় পর্যটকরা ঘুরে এখন প্রচুর আনন্দ পাবেন। এসব উপজেলায় প্রচুর দর্শনীয় স্থান রয়েছে যা পর্যটকদের অনেকের কাছে নতুন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com