মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

ঈদের ছুটি শেষে ধীরে ধীরে চেনারূপে ফিরছে রাজধানী ঢাকা

বিশেষ প্রতিনিধি॥
ঈদের ছুটিতে টানা ৯ দিন ফাঁকা হয়েছিল রাজধানী ঢাকা। রবিবার (৬ এপ্রিল) থেকেই ছুটি শেষে খুলেছে অফিস-আদালত। তাই ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন রাজধানীবাসী। ফলে একদিকে যেমন শুরু হয়েছে কর্মব্যস্ততা, অন্যদিকে নগরীও ফিরতে শুরু করেছে তার চেনা রূপে।

রাজধানী ঘুরে দেখা গেছে, অফিস-আদালত ও সড়কে বেড়েছে কর্মচঞ্চল মানুষের ভিড়। ঈদের ছুটির কারণে ফাঁকা সড়কগুলোতে বাড়তে শুরু করেছে পরিবহনের চাপ। রাজধানীর সড়কগুলোতে কোথায় কোথায়ও গাড়ির বাড়তি চাপে কিছুটা যানজটের সৃষ্টি হতে দেখা গেছে। কর্মব্যস্ত মনুষ সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে এসে ভিড় করতে শুরু করেন। সুযোগ পেলে উঠে পড়ছেন গন্তব্যের বাসে। সব বাসেই ভিড় ছিল চোখে পড়ার মতো, যেন তিল ধারণের ঠাঁই নেই। ভিড় ছিল মেট্রোরেলেও। সেই সঙ্গে সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল অনেক। সিগন্যালগুলোতে ট্রাফিকের দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে তৎপর ছিলেন।

গণপরিবহন মালিক ও শ্রমিকরা জানান, ঈদের ছুটির সময় তারা রাজধানীতে যাত্রী পাননি। অধিকাংশ গাড়িই বসা ছিল। গত শনিবার থেকে যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। আর গতকাল রবিবার তুলনামূলক যাত্রীর চাপ কিছুটা বেশি ছিল।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্রে জানা গেছে, ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লাখ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। গত ২৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সাত দিনে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময় ঢাকায় প্রবেশ করেছেন ৪৪ লাখ ৪০ হাজার ২৭৯ মোবাইল সিম ব্যবহারকারী, অথচ ঢাকা ছেড়েছেন ১ কোটি ৭ লাখ ২৯ হাজার ১৫৫ সিম ব্যবহারকারী। এ সময়ে প্রতিদিনই ঢাকায় আগত মানুষের চেয়ে বহুগুণে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন ৩০ মার্চ। এ দিন ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেন। ওইদিন ঢাকায় এসেছেন মাত্র ৪ লাখ ৯১ হাজার ৮৮ মোবাইল সিম ব্যবহারকারী। সবচেয়ে বেশি মানুষ ঢাকায় ফিরেছেন ৩ এপ্রিল। এ দিন ঢাকায় প্রবেশ করেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ সিম ব্যবহারকারী। এখন ঢাকা ছেড়ে যাওয়ার চেয়ে আস্তে আস্তে প্রবেশের সংখ্যা বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com