বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে খুলে দেয়া হলো গাজীপুরের দুই ফ্লাইওভার

গাজিপুর প্রতিনিধিঃ ঈদযাত্রায় জনদুর্ভোগ কমাতে গাজীপুরের নাওজোর ও সফিপুর এলাকায় দুটি ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের পূর্বাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলে চলাচলকারী লোকজনের ভোগান্তি কমবে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে আনুষ্ঠানিকতা ছাড়াই গাজীপুর সড়ক বিভাগ এটি খুলে দেয়।বিষয়টি নিশ্চিত করে গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল আলম জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাওজোর থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার পর্যন্ত নিয়মিত দীর্ঘ যানজট লেগে থাকে। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে এ জট আরও প্রকট হয়। ঈদ সামনে রেখে যানজট এড়াতে এবং যানজট নিরসনে এটি খুলে দেওয়া হলো।

গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-বাইপাস সড়কের সংযোগস্থল নাওজোর মোড়। এই নাওজোর ও কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বিশেষ করে ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হতো। ফ্লাইওভার দু’টি খুলে দেওয়ায় যানজটের ভোগান্তি কমবে বলে আশা এই রুটে চলাচল করা যাত্রীদের।সাসেকের অতিরিক্ত প্রকল্প পরিচালক নূর-ই-আলম জানান, ফ্লাইওভার দু’টির নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হলেও সরকার ও সড়ক মন্ত্রণালয় ঈদযাত্রায় দুর্ভোগ কমাতে এটি খুলে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com