মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি।। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে লালমনিরহাট জেলা গণমাধ্যমকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলার প্রাণ কেন্দ্র মিশনমোড় গোলচত্বরে সর্বস্তরের গণমাধ্যমকর্মীদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

গত সোমবার দুপুর ২টার দিকে ঢাকা বসুন্ধরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে হঠাৎ দুর্বৃত্তদের শতাধিক মানুষের একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় অফিসের টেবিল, কম্পিউটার, এসি ভাঙচুরের পাশাপাশি মিডিয়া প্রাঙ্গণে রাখা ২০-২৫টি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিদিন পএিকার লালশনিরহাট প্রতিনিধি রেজাউল করিম মানিক, যমুনা টেলিভিশনের আনিচুর রহমান লাদলা, ঘাজী টেলিভিশনের আলতাফ রহমান, দেশ টেলিভিশনের জামাল বাদশা, প্রতিদিনের সংবাদ প্রএিকার প্রতিনিধি জিন্নাতুল ইসলাম জিন্না, আলোর মনি প্রএিকার সম্পাদক মাসুদ রানা রাসেদ, ভোরের কাগজ লালমনিরহাট প্রতিনিধি, জাহাঙ্গীর আলম শাহিন, সোনালী বার্তা লালমনিরহাট প্রতিনিধি এস আর শরিফুল ইসলাম রতন, দৈনিক সংবাদ প্রএিকার প্রতিনিধি মনির ইসলাম, নিউজ ২৪ ফোর লালমনিরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, এশিয়ান টেলিভিশনের নিয়ন দুলাল, আমার বার্তা প্রতিনিধি কাওসার মাহমুদ, এসময় সকল প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com