মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ইসি নিবন্ধনের শুরুতেই ছিটকে পড়ার ঝুঁকিতে ৬৫ দল

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে ১৪৫টি দল এবার নিবন্ধনের আবেদন করেছে, তার মধ্যে ৬৫টি নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হওয়ার দৌড়ে শুরুতেই বড় ধরনের হোঁচট খেয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের জন্য আবেদনের পর নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় এই দলগুলোর নিবন্ধন পাওয়ার স্বপ্ন ফিকে হয়ে আসছে। অন্যদিকে রবিবার শেষ দিনে সব ঘাটতি পূরণ করে নিবন্ধনের লড়াইয়ে টিকে থাকল নতুন দল এনসিপিসহ ৮০টি দল।

এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে নিবন্ধন সংক্রান্ত কমিটি।

নির্বাচন সামনে রেখে এবার ২২ জুনের মধ্যে নিবন্ধনের সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন। ওই সময়ের মধ্যে ১৪৫টি দল আবেদন করে।

সব দলের আবেদন বাছাই করে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দিয়েছিল ইসি সচিবালয়। সেখানে বলা হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে দলিলপত্র জমা দিয়ে নিবন্ধন শর্ত প্রতিপালনে ব্যর্থ হলে সেই দল ‘নিবন্ধনের অযোগ্য’ বিবেচিত হবে। রবিবার ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রবিবার তথ্যপূরণ করে দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা নামঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল তা জানানো হবে। আর কোন দল বাছাইয়ে অযোগ্য হলো, তা জানিয়ে চিঠি দেওয়া হবে।

প্রাথমিক বাছাইয়ে যেসব দল টিকে থাকবে, তাদের তথ্য যাচাইয়ে নামবেন ইসি কর্মকর্তারা। নির্দেশনা পেলে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের তদন্ত হবে। সব প্রক্রিয়া শেষে ভোটের আগে যোগ্য দলকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com