বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

ইসলামপুুরে নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মুলমন্ত্র এই আলোকে জামালপুরের ইসলামপুরে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় আশ্রয়ন কেন্দ্র নির্মান প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বাস্তবায়নে সোমবার যমুনার দূর্গম চরে উপজেলার সাপধরী উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এতে সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মন্ডল, সাবেক চেয়ারম্যান সুরুজ মন্ডল, এলাকার সুধী, শিক্ষক ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাহিদ ট্রেডার্স প্যারেন্টস এন্ড সন্স ঠিকাদারী প্রতিষ্ঠান ৩ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তয়তলা ভবনটি নির্মান করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com