সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে চা বিক্রেতা দিলিপ পাল(৫০) নামে এক ব্যক্তি সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে দিলিপ পাল মেইন রোড সংলগ্ন নিজ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি মাহিন্দ্র ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তার উপর তুলে দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।