রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি:: সারাদেশে ১৩৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে জামালপুরের ইসলামপুরে ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলার যমুনার দূর্গম চরাঞ্চলের কুলকান্দি, বেলগাছা, সাপধরী, নোয়ারপাড়া ও পাথর্শী ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে ওই পাঁচটি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া।
ইসলামপুর উপজেলা নির্বাচন কমিশনার মোক্তার হোসেন জানান, ২৫ এপ্রিল (সোমবার) নির্বাচন কমিশনার কার্যালয় থেকে ইসলামপুর উপজেলার পাথর্শী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া এবং সাপধরী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুরের ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নে পাঁচ বছরের নির্ধারিত মেয়াদান্তে নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে পশ্চিমাঞ্চলের পাঁচটি ইউনিয়নের জনগণের মাঝে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।