বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
লিয়াকত হোসইন লায়ন, জামালপুর প্রতিনিধি::
জামালপুর ইসলামপুর পৌর শহরে ধর্মকুড়া বাজারে অগ্নিকান্ডে দোকান ও বাসা পুড়ে ছাই হয়ে প্রায় ৯লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার ভোর রাতে বৈদ্যুতিক সট সার্কিটে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে ধর্মকুড়া বাজারের নোয়াখালী পট্টির নিদেনু, নবিন হাজি, বাটালু এরশাদ হোসেন, হোটেল নাছিমের বাসা ও শাহিনের ইলেক্টিক দোকান আগুনে পুড়ে ভস্মিভূত হয়। খবর পেয়ে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ এর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনেন।
স্থানীয়রা জানান, ভোররাতে এরশাদের হোটেল থেকে বিদ্যুতের আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকান্ডের ঘটনায় তিনটি হোটেল,একটি ইলেকট্রনিক্স দোকান ও বাসা থাকায় অটো গাড়ির মালামাল পুড়ে প্রায় ৯ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম বলেন-ভোররাতে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়েছে। নিকটতম স্থানে পানি না থাকায় একটু বিলম্ব হয়েছে, এতে প্রায় ৪-৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেছি।