বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

ইসলামপুর থানা পুলিশের সচেতনতামূলক সভা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি::

জামালপুরের ইসলামপুর পদ্মা সেতুতে মাথা লাগে মর্মে ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলা গোয়ালের চর ইউনিয়নের সভারচর দাখিল মাদরাসায় ও গোয়ালের চর উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের নিয়ে ইসলামপুর থানা পুলিশ পৃথক পৃথক সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর। এ সময় তিনি সম্প্রতি ছেলেধরা কথাটি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করে এই ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, সভারচর দাখিল মাদরাসার সুপার মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।

সভায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বলেন, পদ্মা সেতু বানাতে মাথা লাগেনা, মাথা যদি লাগতো ইসলামপুরেও অনেক, ব্রীজ, সেতু হয়েছে, সেগুলো তে মাথা লাগতো, এটা গুজব একটি কুচক্রি মহল অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই ছেলেধরা গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে ০১৭৬৯৬৯২৮৯০ নম্বরে দ্রুত ফোন করে জানানের জন্য অনুরোধ জানান। সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, সূধীজনরা অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com