মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুরে ৬টি ইউনিয়নে ৩১জন চেয়ারম্যান, ১৯০ জন সাধারণ সদস্য ও ৭৬জন সংরক্ষিত মহিলা সদস্য পদে নিজ নিজ প্রার্থীগণ তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন অফিসার হোসনে আরা জানান, উপজেলার সদর ইউনিয়েন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান চৌধুরী শাহীনসহ ৫জন, সাধারণ সদস্য পদে ৩৩জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন, পলবান্ধা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শাহাদত হোসেন স্বাধীনসহ ৫জন, সাধারণ সদস্য ২৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৯ জন, গাইবান্ধা ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাকছুদুর রহমান আনছারীসহ ৬ জন, সাধারণ সদস্য ১৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩২ জন, গোয়ালের চর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর্ শেখ মোহাম্মদ অর রশিদসহ ৪জন, সাধারণ সদস্য ১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য ৩২জন, চরপুটিমারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সামচ্ছুজ্জামান সুরুজ মাস্টারসহ ৭জন, সাধারণ সদস্য ৩৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য ১৬ জন ও চর গোয়ালিনী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল্লাহ সরকারসহ ৪ জন, সাধারণ সদস্য ২৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।