শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন

ইসলামপুরে ৬২ হাজার ৬৪৭জন অতিদরিদ্র পাবে ভিজিএফ চাল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি::

জামালপুরের ইসলামপুরে ১২ ইউনিয়নে ৫৯ হাজার ৫৬৬টি এবং পৌর শহরের ৩ হাজার ৮১টি অতিদরিদ্র, হতদরিদ্র পরিবার ঈদ-উল-ফিতর উপলক্ষে পাবে ১৫ কেজি করে ভিজিএফ চাল।

জানা গেছে, কুলকান্দি ইউনিয়নের ৪ হাজার, বেলগাছা ইউনিয়নের ৪ হাজার ৯২৭টি, চিনাডুলী ৫ হাজার ৩৯৯টি, সাপধরী ৩ হাজার ৯১৫টি, নোয়ারপাড়া ৫ হাজার ৯১২টি, ইসলামপুর সদর ৪ হাজার ৭০০টি, পাথর্শী ৫ হাজার ৫০৬টি, পলবান্ধা ৪ হাজার ১০০টি, গোয়ারেরচর ৫ হাজার ২৯৭টি, গাইবান্ধা ৬ হাজার ২১৫টি, চরপুটিমারী ৫ হাজার ১৯৫টি, চরগোয়ালীনি ৪ হাজার ৪০০টি পরিবার।

বন্যা আক্রান্ত, অন্যান্য দূর্যোগক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র অগ্রাধিকার পরিবারের মাঝে এ ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হবে।

ইসলামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, এসব ভিজিএফ উপকার ভোগীদের নির্বাচিত করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে কমপক্ষে ৭০ভাগ মহিলাকে অর্ন্তভূক্তি করতে বলা হয়েছে। তাদেরকে আগামী ২৬ মে এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তর থেকে চাল উত্তোলন করে ঈদ-উল-ফিতরের পূর্বেই চেয়ারম্যানদের বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com