বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫৩৪টি মসজিদকে ৫হাজার টাকা করে অনুদান ঈদ উপহার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল ঈদ উপহারের নগদ ৫হাজার টাকা ইমামদের হাতে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর পৌর মেয়র আ: কাদের সেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ সালাম, গোয়ালের চর ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ প্রমূখ।