সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২০ অপরাহ্ন

ইসলামপুরে স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা আজও পায়নি নবানী রাণী

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর পৌর এলাকার মাঝিপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা হরিদসের মৃত্যুর ৯ মাসেও ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন তার অসহায় স্ত্রী নবানী রাণী দাস।

জানা যায়, গত ৯ মাস আগে মুক্তিযোদ্ধা হরিদাস আকস্মিকভাবে পরলোক গমন করেন। পরিবারের কর্মক্ষম কোন লোক না থাকায় তার অসহায় স্ত্রী নবানী রাণী মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। স্বামীর ভাতা উত্তোলনের জন্য সে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিলেও মৃত স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা পাননি তিনি। সংসারে ছেলে সন্তান না থাকায় অতিকষ্টে দিনাতিপাত করছে মুক্তিযোদ্ধা হরিদাসের অসহায় স্ত্রী নবানী রাণী দাস।

গত রোববার জেলার ইসলামপুরে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বক্তারা আক্ষেপ করে বলেন, মৃত্যুর ৯ মাস পরেও বীর মুক্তিযোদ্ধা হরিদাসের স্ত্রী মৃত স্বামীর ভাতা উত্তোলন করতে পারেনি। বক্তারা অবিলম্বে অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। নবানী রাণী দাস আক্ষেপ করে বলেন, ৯ মাসে ৫০ হাজার টাকা দেনা করে খেয়েছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com