মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

ইসলামপুরে স্থগিত তিন কেন্দ্রের ভোট ৩০ ডিসেম্বর

জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুর পুটিমারী ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া তিনটি ভোট কেন্দ্রের নির্বাচন আগামঅ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন অফিস জানায়, গত ২৮ নভেম্বর উপজেলার ৬টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সময় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় চরপুটিমারী ইউনিয়নের সাজালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আগ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪ নং চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়।

এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিক প্রার্থী সামসুজ্জামান সুরুজ মাস্টার প্রায় ২২শত ভোটে এগিয়ে রয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মোছা. হোসনে আরা জানান, স্থগিত তিনটি ভোট কেন্দ্রের ৩০ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠানে দিন ধার্য করেছে কমিশন। আমরা আনুষ্ঠানিকতার সকল প্রস্তুতি গ্রহন করছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com