বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

ইসলামপুরে সূর্যমুখী বিদ্যাপীঠ ইংলিশ ভার্সন স্কুলের উদ্বোধন ও সংবর্ধনা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

জ্ঞান অর্জনের সুপ্ত প্রতিভা জাগ্রতকারী সূর্যমুখী বিদ্যাপীঠের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা ও ইংলিশ ভার্সন স্কুলের উদ্বোধন করা হয়েছে।

সোমবার রাতে পৌর শহরের কলেজ মোড় সংলগ্ন সূর্যমুখী বিদ্যাপীঠ মাঠে এই আনন্দ মেলার আয়োজন করা হয়।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেস সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ইংলিশ ভার্সন স্কুলের উদ্বোধন ঘোষনা করে, শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষক, সচেতন মহল সহ সকলের সহযোগীতা কামনা করেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, প্যানেল মেয়র অংকন কর্মকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য সম্পাদক খোরশেদ আলম, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা পারভিন পূথি, জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়া, যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যূথি।

চিনাডুলী এমএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহেদুল ইসলাম বিজয় ও সূর্যমূখী বিদ্যাপীঠের পরিচালক এম এইচ পলাশের সঞ্চালনায় কৃতি শিক্ষার্থীদের পুরুস্কার বিতরন শেষে অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তারা সংসদ সদস্য ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ গুণীজনদের সংবর্ধনা ক্রেস্ট তলে দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com