সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

ইসলামপুরে সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

জামালপুর প্রতিনিধি॥ জামালপুরের ইসলামপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আসলাম হোসেন ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার অফিসার ইনচার্জ কক্ষে অফিসার ইনচার্জ আসলাম হোসেন মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সমকাল ও চ্যানেল ২৪ এর জামালপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, আমাদের নতুন সময় জেলা প্রতিনিধি খাদেমুল বাবুল, মোহনা টিভি ওসমান হারুনী, দৈনিক ইনকিলাব ইসলামপুর প্রতিনিধি ফিরোজ খান লোহানী, বাংলাদেশের খবরের ও অনলাইন ডেইলি বাংলার আব্দুস সামাদ, দৈনিক ইত্তেফাক এম শাফিকুল ইসলাম ফারুক, দৈনিক যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মোরাদুজ্জামান, সাংবাদিক দোলন বিশ্বাস, দৈনিক আজকালের খবর ও বাংলা টিভি প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন প্রমূখ।

এ ছাড়া দৈনিক দিনকাল প্রতিনিধি শহিদুল ইসলাম কাজল, আমাদের সময়ের সাহিদুর রহমান সহ জামালপুর ও ইসলামপুরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ আসলাম হোসেন ইসলামপুরের আইনশৃঙ্খলা, মাদক ও জোয়াসহ সমাজের ক্ষতিকার কাজকর্ম নিয়ন্ত্রণে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। সাংবাদিকরাও ওসির নিকট পেশাগত দায়িত্ব পালনে প্রয়োজনীয় তথ্য প্রদানসহ সার্বিক সহযোগিতা প্রাপ্তির প্রত্যাশা করেন। পরে নবাগত ওসি সকলকে ধন্যবাদ দিয়ে মতবিনিময় সভা শেষ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com