রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥
জামালপুরের ইসলামপুরে সাংবাদিকদের নিয়ে দুদিন ব্যাপী সুশাসনের কৌশলগত যোগাযোগ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট প্লাটফ্রম ফোর ডায়ালগ (পিফোরডি) আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে বুধবার জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ আঃ আল মাহমুদ এই কর্মশালার উদ্ব্ধোন করেন।
এতে জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা নুরুনবী খন্দকার, জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের প্রগ্রামার কর্মশালা পরিচালক আব্দুস সালাম, জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের উপ পরিচালক আবু জার গাফফারী, গবেষণা কর্মকর্তা ফাইম সিদ্দিকী, উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
দুদিনব্যাপী কর্মশালায় শুদ্ধাচার, তথ্য অধিকার, বাংলাদেশের তথ্য আইন, সেবা প্রদান, সুবিধা ও বাস্তবায়ন, অভিযোগের প্রতিকার, সাধারণ মানুষের সুবিধা ও সুফল অর্জন হয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালার উদ্দেশ্য সফল হওয়ায় সকল সাংবাদিককে সনদ প্রদান করা হয়।