বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি::
জামালপুরের ইসলামপুরে দুই ভাই দুই মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় হাবিল শেখ (২২) নামে এক ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উপজেলার সিরাজাবাদ সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত হাবিল শেখ পৌর শহরের কিংজাল্লা গ্রামের শহিদ শেখের পুত্র।
জানা গেছে, দুই ভাই হাবিল শেখ ও খলিল শেখ দুই মোটরসাইকেল নিয়ে উপজেলার সিরাজাবাদ সড়কে মোটরসাইকেল চালানোর প্রতিযোগিতা করে। এক পর্যায়ে রাস্তার উঁচু ড্রাইভ্রেশনের সাথে ধাক্কা লাগায় পার্শে ড্রেনের উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। এসময় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে হাবিল মিয়ার মৃত্যু হয়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।