সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১২:১৩ অপরাহ্ন
জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধানের উপর রাজাকার পরিবার কতৃক হামলায় সন্ত্রাসীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
জানাগেছে,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় থানা মোড়ে প্রায় তিন ঘণ্টার ব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মানিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র জিয়াউল হক জিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আব্দুল কাদের সেখ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান হিরু, ডেপুটি কমান্ডার সুজাত আলী সুজা, হাবিবুর রহমান হবি, আহত মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান, তাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার জাকিউল হক ও মুক্তিযোদ্ধা সন্তান প্রজন্ম কমিটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন,আলাল শাহ প্রমুখ।
বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে মুক্তিযোদ্ধা উপর হামলাকারী রাজাকার পরিবারের সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে মুক্তিযুদ্ধারা ঐক্যবদ্ধভাবে ইসলামপুরে আবারও একটি যুদ্ধ ঘোষণা করবেন।
উল্লেখ্য যে, ৩১ আগস্ট ইসলামপুরের গঙ্গাপাড়া বাজারে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীর সভায় সভাপতির বক্তব্যে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান স্বাধীনতা বিরোধীদের নিয়ে কিছু কথা বলেন। এরই জেরধরে পিচ কমিটির সদস্য মতিউর রহমান চৌধুরীর স্বজনরা ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরীর লোকজন ১ সেপ্টেম্বর আব্দুল গফুর প্রধানকে বেধড়ক মারপিট করে।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরীকে প্রধান আসামী করে ১৪ জনের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর ইসলামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর প্রধান।
ইসলামপুর থানার ওসি শাহীনুজ্জামান খান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।