সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
জামালপুর প্রতিনিধি ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসন থেকে দশজন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ করেছেন।
জানা গেছে, গত চারদিনে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহজাবিন খালেদ বেবী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ হ্যাপি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহজাহান আলী মন্ডল, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাবেদ মোশারফ রুপক, ব্যবসায়ী শওকত হাসান মিঞা ও কেন্দ্রীয় নেত্রী রাশেদা বেগম তার ছেলে যুবলীগ উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর শরীফ হাসান লেনিন এবং আরেক ভাই মুশফিকুর হাসান বিপ্লব এর সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনেছেন বলে জানায়।