শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ইসলামপুরে মাদক জঙ্গীবাদ বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি॥

চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, বাল্য বিয়ে অপরাধ চলুন করি প্রতিবাদ” এ আলোকে জামালপুরের ইসলামপুরে উন্নত রাষ্ট্র ও জাতিগঠন বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার দুপুরে ইসলামপুর উচ্চ বিদ্যালয় হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(উপসচিব) খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, জেলা সিনিয়র তথ্য অফিসার নুরুন্নবী। শিক্ষক অরুন ভাস্করের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোরাদুজ্জামান মোরাদ, সাংবাদিক লিয়াকত হোসাইন লায়ন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান, সহকারী শিক্ষক এনামুল হক, ৯ম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা আক্তার ও ৮ম শ্রেণীর শিক্ষার্থী কাজী জিসান হোসেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবক সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা মাদক, বাল্যবিয়ে কুফলের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, মাদক গ্রহণের ফলে, ফুসফুস ও মস্তিস্কের অপূরণীয় ক্ষতি হয়ে থাকে। হৃদয় স্পন্দন ও নাড়ির গতি বৃদ্ধি পায়, চোখ রক্ত বর্ণ হয় এবং মুখ ও গলা শুকিয়ে আসে। অঙ্গ-প্রত্যঙ্গ অকেজো হয়ে যায়। এতে হজম শক্তি বিনষ্ট হয়, খাদ্যস্পৃহা কমে যায় মানবদেহে ক্রমাগত অপুষ্টি বাসা বাধতে থাকে। স্থায়ী কফ, কাশি এবং যক্ষারোগের সৃষ্টি হয়। অনেক সময় পঙ্গুত্বে পরিণত হয় এবং মৃত্যুমুখে পতিত হয়। মাদকদ্রব্য ব্যবহারে মানুষের বিবেক বুদ্ধির ওপর দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিবেক বুদ্ধি লোপ পায়, হিতাহিত জ্ঞান থাকে না।

এছাড়া বাল্য বিবাহের কারনে আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে উঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে বাল্য বিবাহ একটি বড় বাধা বলে উল্লেখ করে আরো বলেন, নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহের কারনে মাতৃমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারীরিক ও মানষিক জটিলতার মুখোমুখি হওয়া সহ অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান ওবাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরী হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়। এ সময় সকলের সহযোগীতা কামনা করে মাদক জঙ্গী ও বাল্য বিয়ে প্রতিরোধে সকলের সহযোগীতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com