বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি:: জামালপুরের ইসলামপুরে ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ৪১টি পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২মার্চ) সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে ভূমিহীন ও গৃহহীন ৪১টি পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুঃ তানভীর হাসান রুমানেরর সভাপতিত্বে এতে এডিসি(সার্বিক) মুহাম্মদ মুক্তা হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের বাবুল, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা এএলএম রেজওয়ান আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা কামরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।